প্রধান আসামী সোয়াদসহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার দাবিতে  পুলিশ সুপারকে স্মারকলিপি

625

আশিকুজ্জামান, সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী সোয়াদ সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার দাবিতে জেলা পুলিশ সুপার জায়েদুল আলমকে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটুর নেতৃত্বে একদল সাংবাদিক এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানকালে পুলিশ সুপার জায়েদুল আলম সাংবাদিকদের আস্বস্ত করে বলেন, এ মামলাটিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। প্রধান আসামী সোয়াদকে দ্রুত গ্রেফতারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি দ্রুত অল্প সময়ের মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হবে।

এ সময় উপস্থিত সাংবাদিকরা সদর মডেল থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে জবাবে তিনি বলেন, প্রয়োজনে আসামী গ্রেফতারে ডিবির টিমকে এ ব্যপারে নির্দেশ দেয়া হবে।

এ সময় সাংবাদিক মহলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ টপ নিউজের সম্পাদক মহসীন আলম, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরজু, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, ঢাকার নিউজ ডট কম এর প্রধান সম্পাদক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রিতি, সময়ের চিন্তা ডট কম এর প্রকাশক ও সম্পাদক সুলতান মাহমুদ, ভোরের চেতনার জেলা প্রতিনিধি নুর আলম আকন্দ, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. আসলাম, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি আলী হোসেন, সাংবাদিক মাসুদ ও হামলায় আহত সাংবাদিক মিজান প্রমূখ।