সময়েরচিন্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের কৃতি সন্তান ও সোনারগাঁয়ের গর্ব আক্তার হোসেন বিপিএম,বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।
আক্তার হোসেন বর্তমানে পুলিশ সুপার (পদোন্নতি)অপরাধ, ঢাকা রেঞ্জ ডিআইজি অফিস কর্মরত আছে।বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম।
চাকুরী জীবনে আক্তার হোসেন সিলেট মেট্টোপলিটন পুলিশ, পুলিশ হেডর্কোয়াটাস, ফরিদপুর, অতিঃ আইজিপি (প্রশাসন)-এর ষ্টাফ অফিসার এবং পরবর্তীতে বাংলাদেশ পুলিশের মহা-পুলিশ পরিদর্শক (আইজিপি) মহোদয়ের ষ্টাফ অফিসার হিসেবে ২০১৫-২০১৮ সাল পর্যন্ত প্রায় ৩ বছর ১ মাস সফলতার সাথে দায়িত্ব পালন করেছে এবং তার কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৫, ২০১৬ এবং ২০১৮ সালে মহাপরিদর্শক পুলিশ অনুকরণীয় গুড সার্ভিস ব্যাজ পুরষ্কার লাভ করে এবং ২০১৭ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ মডেল( বিপিএম) এ ভূষিত হয়।
সোনারগাঁয়ের আলোকিত সন্তান আক্তার হোসেন ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার (অপরাধ)নির্বাচিত হয়েছিলেন। ২৬ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ কৃষিবিদ ইনষ্টিটিউশন অডিটোরিমে ২৫তম বিসিএস ফোরাম আয়োজিত ঈদ পূণর্মিলনী ও কৃতি কর্মকর্তা সম্মাননা-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তাঁর হাতে পুরস্কার তুলে দেন। ঐ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মম্মানিত সচিব ফয়েজ আহম্মদ