আজ মদের বার, কাল কি পতিতালয়

561

স্টাফ রিপোর্টারঃসকল আনুষ্ঠানিকতা শেষ, এবার উদ্বোধনের ক্ষন গুনছে আলোচিত ও সমালোচিত ব্লু পেয়ার রেস্টুরেন্ট (মদের বার) কর্তৃপক্ষ। নগরীর প্রাণ কেন্দ্র চাষাঢ়াস্থ ভাষা সৈনিক সড়কের প্যারাডাইজ ক্যাসেল ভবনের অবস্থিত নতুন মদরে বার (ব্লু পেয়ার রেস্টুরেন্ট)।

জানা গেছে, গত বছর ১৩ অক্টোবর নারায়নগঞ্জ জেলার সার্বিক নিরাপত্তা, মাদক, অপরাধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সেখানে সর্বপ্রথম নারায়ণগঞ্জের নতুন মদের বারের প্রসঙ্গে সকলের দৃষ্টি আকর্ষণ করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম। এর পর থেকে বারকে কেন্দ্র করে নগর জুড়ে আলোচনার ঝড় উঠে। এতে নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলো নিষিদ্ধ মদের বার প্রসঙ্গে প্রতিবাদ করতে দেখা যায়। তবে এতো সমালোচনা ও আপত্তি থাকা সত্ত্বেও এক রহস্যজনক কারণে মদের বারটি সকল আনুষ্ঠানিকতা শেষে উদ্বোধনির প্রস্তুতি নিচ্ছে বলে গুঞ্জন উঠেছে।

বিশিষ্টজনদের মতে, বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষ। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বর্হিবিশ্বে বাংলাদেশের বেশ সুনাম রয়েছে। তবে ভুলে গেলে চলবে না, বাংলাদেশ একটি মুসলিম প্রধান রাষ্ট্র। যেখানে ৮০ ভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। যেহেতু ইসলাম ধর্ম মদ্যপানকে হারাম করেছে সেহেতু এই দেশের সকল ধর্মপ্রাণ মুসলিমদের কথা বিবেচনা করে মদের বারটির অনুমোদন না দেওয়াটাই শ্রেয় ছিলো। নারায়ণগঞ্জে কিভাবে মদের বারটি ব্যবাসয়ীক অনুমোদন পেলো তা আমাদের জানা নেই!

মদের বার প্রসঙ্গে কথা বলতে চাইলে নগরীর সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ মদের বার হবে! কাল গড়ে উঠবে পতিতালয়! ধীরে ধীরে এই শহরের অলিগলিতে বেআইনি কর্মকান্ড বেড়ে যাবে। এতে করে আমাদের এই সমাজ ব্যবস্থা পুরো ভেঙ্গে যাবে। তারা আরো বলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান প্রথম সংসদ সদস্য হওয়ার পর নারায়ণগঞ্জকে কলংক মুক্ত করতে নগরীর টানবাজারস্থ পতিতালয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিলেন। আজ দীর্ঘ এতো বছর পর নতুন করে নারায়ণগঞ্জবাসীর কপালে আরেকটি কলঙ্ক যুক্ত করতে যাচ্ছে এই ব্লু পেয়ার রেস্টুরেন্ট (মদের বার)। তাদের দাবি ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে এ সকল অনৈতিক, সমাজবিনষ্টকারী ব্লু পেয়ার রেস্টুরেন্ট (মদের বার) বন্ধসহ অন্য সকল বেআইনি কাজ নিষিদ্ধ করতে হবে।

এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, কোনভাবেই নারায়ণগঞ্জে মদের বার হতে দেওয়া যাবেনা। এই ব্যাপারে আমরা প্রেস ক্লাবে এডহোক কিমিটতে আলোচনা করেছি এবং আইশৃঙ্খলা মিটিং বিষয়টি উত্থাপন করেছি। পুলিশ প্রশাসনকে স্পষ্ট ভাবে জানিয়েছি, যদি আপনারা এই মদের বার বন্ধ না করতে পারেন তাহলে আমরা গণমাধ্যম কর্মীরা আন্দোলন করে বারটি বন্ধ করে দিবো। ‘নারায়ণগঞ্জে বারটি উদ্বোধন হলে আগামীতে এই জেলায় বৈধ পতিতালয় হতে পারে বলে আশংকা প্রকাশ করেছে সাধারণ মানুষ’ এমন প্রশ্নে তিনি বলেন, এই ভাবনাটা সঠিক। কোন ভাবেই নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতে দেওয়া যাবেনা।

সন্ত্রাস নির্মূল ত্বকীমঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, এগুলো সরকারের একটি পলিসি। রাজধানী ঢাকাতেও এ সকল বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। প্রশাসনের কতিপয় সদস্যদের ছত্রছাঁয় বারগুলো পরিচালিত হয়। তবে নারায়ণগঞ্জে মদের বার প্রতিষ্ঠা হলে সমাজে এর বিরূপ প্রভাব পড়বে।

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান সংবাদ মাধ্যমকে জানান, মদের বারের বিষয়ে আমিও শুনেছি। তবে চাষাঢ়ার মতো একটি গুরুত্বপূর্ন স্থানে মদের বারের মতো প্রতিষ্ঠান কোনভাবেই কাম্য নয়। এতে নারায়ণগঞ্জে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। যেখানে নারায়ণগঞ্জ ক্লাব ব্যাকাপ দিচ্ছে সেখানে এমন একটি বারের প্রয়োজন হয় না। তবে এ সকল প্রতিষ্ঠান শুরু করতে হলে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন নিতে হয়। সেক্ষেত্রে বারটির বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভালো বলতে পারবে।

অপরদিকে মদের বারটির বিষয়ে কোন কিছুই জানেন না বলে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, যদি নারায়ণগঞ্জে মদের বার হয়ে থাকে তাহলে এই বিষয়ে সিটি কর্পোরেশন বলতে পারবে। কেননা ব্যবসায়িক লাইসেন্স তাদের কাছ থেকে সংগ্রহ করতে হয়। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নূর মসজিদের পেছনে মদের বারটি স্থাপন হওয়া বিষয়টি কোন ভাবেই কাম্য নয়। এটা অনুচিৎ। সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত একটি ব্যবসায়ের কথা বলে লাইসেন্স নেওয়া হয়েছে, সেখানে মদের বিষয় অবগত নয় নাসিক এমন কথা বললে সাংসদ বলেন, এটা হতেই পারেনা! সিটি কর্পোরেশনকে ভুল তথ্য দিয়ে লাইসেন্স নিবে এটা আমি বিশ্বাস করতে পারি না।

এদিকে মদের বারের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে করলে মেয়র আইভী সংবাদ মাধ্যমকে বলেন, আমি বেড়াতে এসেছি। এই বিষয়ে জানতে হলে রবিবার অফিসে আসেন। (সূত্র: দৈনিক সচেতন)