শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

374

স্টাফ রিপোর্টারঃ সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১.০১.২০ তারিখ মঙ্গলবার বিকাল ৫টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল তাজ জুট মিল এলাকাস্থ শীতলক্ষ্যা নদী থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

অজ্ঞাত লাশের গায়ে কালে গেঞ্জি, কালো জিন্সের প্যান্ট ও পায়ে সাদা কালো কেডস পরিহিত ছিল। এছাড়া শরীরের চামড়ায় পঁচন ধরে মুখমন্ডলসহ বিভিন্ন স্থানে চামড়া উঠে গেছে। তবে শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

এসময় পুলিশ লাশের সাথে থাকা একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক, একটি হেড ফোন ও একটি গ্যাস লাইটার উদ্ধার করেছে।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক, পরিদর্শক (অপারেশন্স) রুবেল হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল চন্দ্র মজুমদার জানায়, ২১.০১.২০ তারিখ মঙ্গলবার বিকাল ৫টায় শতীলক্ষ্যা নদীতে দক্ষিণ দিক থেকে একজন যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবসী খবর দিলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। অজ্ঞাত লাশের পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। আনুমানিক ৩ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলেও জানায় তিনি।