শিক্ষার্থীদের জীবন নির্বাচনী খেলা নয় : মোমিন মেহেদী

622

স্টাফ রিপোর্টারঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শিক্ষার্থীদের জীবন নির্বাচনী খেলা নয়, অতএব বাংলাদেশের রাজনীতিতে অপরাজনীতির ধারক যারা রাজনীতির নামে, নির্বাচনের নামে ভবিষ্যত ধ্বংসের খেলায় যারা মেতে উঠেছেন, তারা বিরতি দিন। তা না হলে লোভের রাজনীতির কারণে নতুন প্রজন্ম মূর্খ জাতি তৈরি করবে। জাতির পিতার দেশে সবার আগে শিক্ষাকে গুরুত্ব দেয়ার সময় এসেছে, এই সময়কে কাজে লাগাতে হবে, বাংলাদেশের জন্য নির্বাচন নয়; আবশ্যক এখন শিক্ষা। আর তাই শিক্ষাকে গুরুত্ব দেয়ার কোন বিকল্প নাই। ২২ জানুয়ারী রাজধানীর তোপখানা রোডস্থ কার্যালয়ে ‘সিটি নির্বাচন : পরীক্ষার্থীদের সমস্যা উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন-  প্রেসিডিয়াম মেম্বার কলামিস্ট-কবি চঞ্চল মেহমুদ কাশেম, ছড়াকার আলতাফ হোসেন রায়হান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান এফআই কামাল, মাহমুদ হাসান তাহের, মহাসচিব হাসিবুল হক পুনম, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ফরহাদ শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার প্রমুখ।