রূপগঞ্জে ট্রলার ডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

323

স্টাফ রিপোর্টারঃ রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ জাকির হোসেন (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

২২.০১.২০ তারিখ বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার পিতলগঞ্জ এলাকায় নদী থেকে এ লাশ উদাধার করা হয়।নিহত জাকির হোসেন উপজেলার হাটাবো এলাকার তোতা সরকারের ছেলে।

নিহতের পরিবার জানায়, ২১.০১.২০ তারিখ মঙ্গলবার রাত ৮ টার দিকে জাকির হোসেনসহ আরো ৪ জন জাঙ্গীর খেয়াঘাট থেকে একটি মিনি ট্রলার দিয়ে হাটাবো আসছিল। মাঝ নদীতে পৌছাঁলে বিপরীত দিক থেকে আসা একটি ভাল্কহেট ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি মাঝিসহ ৪ জন নিয়ে ডুবে যায়। এসময় ৩ জন সাঁতরিয়ে নদীর তীরে উঠে গেলেও জাকির হোসেন নিখোঁজ থাকেন। বুধবার ৫ টার দিকে স্থানীয় ও কাঞ্চন ফায়ার সার্ভিসের ডুবুরি দল পিতলগঞ্জ এলাকার নদীতে থেকে জাকির হোসেনের লাশ উদ্ধার করেন।