ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

231

স্টাফ রিপোর্টারঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মহাসড়কে গড়ে উঠা অবৈধ স্থাপনা  উচ্ছেদ অভিযান চলছে। শনিবার সকালে শিমরাইল মোড় থেকে নারায়ণগঞ্জ সওজ’ এ উচ্ছেদ অভিযান শুরু করে।

উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথের সম্পতি ও আইন কর্মকর্তা মো: মাহাবুবুর রহমান ফারুকী নির্বাহী ম্যাজিষ্ট্রেটর দায়িত্ব পালন করছেন ।

এছাড়াও নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কাফি হোসেন, ফিরোজ আলম, সোলাইমান কবির রাজন, ইমরান আহম্মেদ, হাবিবুর রহমান, সার্ভেয়ার সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, দেওয়ান মো: সোহাগ প্রমূখ উচ্ছেদ কার্যক্রমে নিয়োজিত রয়েছে।