কাঁচপুরে উদ্ধোধন হলো “রাকিন ট্র্যাঙ্কুয়েল টাউন”

335

সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে আগামী ৫ বছরের মধ্যে হবে দ্বিতীয় সিঙ্গাপুর। সেই লক্ষ্য নিয়ে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হচ্ছে।

২৫.০১.২০ তারিখ শনিবার উদ্ধোধন করা হলো দেশের সর্ববৃহৎ কন্ডোমিনিয়াম প্রজেক্ট “রাকিন ট্র্যাঙ্কুয়েল টাউন”। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ের সেরা সেরা কনডোমিনিয়াম প্রকল্প পর্যবেক্ষন করে ও নাগরিক সুযোগ-সুবিধা যাচাই-বাছাই করে ১ শত ২০ বিঘা জমিতে নির্মিত হচ্ছে এই “রাকিন ট্র্যাঙ্কুয়েল টাউন”।

দেশের শীর্ষ স্থানীয় আবাসন প্রতিষ্ঠান রাকিন ডেভেলপমেন্ট কোম্পানীর (বিডি) ব্যবস্থাপনা পরিচালক এসএকে একামুজ্জামান এর আনুষ্ঠানিক উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

২৫.০১.২০ তারিখ শনিবার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে উদ্ধোধন করা হয় দেশের বৃহত্তর কন্ডোমিনিয়াম প্রজেক্ট “রাকিন ট্র্যাঙ্কুয়েল টাউন”।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাকিন ডেভেলপমেন্ট কোম্পানী (বিডি) লিমিটেডের চিফ অপারেটিং অফিসার লে. কর্ণেল (অব.) জহুরুল ইসলাম পিএসসি, চিফ ফিনান্সিয়াল অফিসার গিরিশ, সিনিয়র জেনারেল ম্যানেজার (সেলস) এসএম শাকিল সারোয়ার-সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে রাকিন ডেভেলপমেন্ট কোম্পানীর (বিডি) ব্যবস্থাপনা পরিচালক এসএকে একামুজ্জামান আরও বলেন, মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশবাসীর জন্য উপহার হিসেবে ছিল ই-পাসপোর্ট। আমাদের উপহার হিসেবে রয়েছে কন্ডোমিনিয়াম প্রজেক্ট।মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পুরনের কথা চিন্তা করে স্বল্প খরচে অত্যাধুনিক সকল সুযোগ-সুবিধা ও স্বার্বোভৌম মালিকানার প্রত্যয় নিয়ে নির্মিত হচ্ছে এ ট্র্যাঙ্কুয়েল টাউন। এখানে থাকছে নিয়ন লাইটে মোড়া ৮০ ফুট চওড়া রাস্তা, সবুজে ঘেরা ওয়াটার বডি, খোলা মাঠ, শিশু পার্ক, নিজস্ব ফায়ার স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র, ডিপ টিউবওয়েল, সুবিশাল মসজিদ, মন্দির, লাইব্রেরী, স্পোটর্স কমপ্লেক্স, অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা, কমিউনিটি সেন্টার, ইনডোর গেমস, সুইমিংপুল, অত্যাধুনিক জিমনেশিয়াম, আকাশছোঁয়া কমার্শিয়াল কমপ্লেক্স, উন্নত রেস্তোরা। এছাড়াও ২৩ তলা একাধীক টাওয়ার থাকবে।

তিনি বলেন, “রাকিন ট্র্যাঙ্কুয়েল টাউন” আমাদের একটি স্বপ্ন। সেই স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার যাত্রা শুরু হলো আজ। নিউইয়র্ক ও মালয়েশিয়ার ডেভেলপমেন্ট কোম্পানী যেসব সেবা দিবে তার সমতুল্য সেবা আমরাও দেবো। দেশবাসীকে স্বল্পমূল্যে ফ্ল্যাট দিব। রাজধানী ঢাকার মীরপুরে সফলতার সাথে কনডোমিনিয়াম প্রকল্প করেছে রাকিন ডেভেলপমেন্ট কোম্পানী। কোটি মানুষের স্বপ্ন হাতের নাগালে এনে দিতে কাজ করে যাচ্ছে রাকিন ডেভেলপমেন্ট কোম্পানী। এ কোম্পানী আগামী ১০ বছর পর্যন্ত ২ হাজার লোকের কর্মসংস্থান অব্যাহত রাখবে। রাকিন ট্র্যাঙ্কুয়েল টাউনে প্রায় ৫ হাজার পরিবারের বসতির কাজ পুরোদমে শুরু করা হয়েছে।

অনুষ্ঠানে আলোচনা সভার এক-পর্যায়ে ফিতা কেটে, বেলুন উড়িয়ে ও মাটি কেটে “রাকিন ট্র্যাঙ্কুয়েল টাউন” এর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন- রাকিন ডেভেলপমেন্ট কোম্পানী (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএকে একামুজ্জামান, চিফ অপারেটিং অফিসার লে. কর্ণেল (অব.) জহুরুল ইসলাম পিএসসি-সহ বিভিন্ন অঅতিথিবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের প্রখ্যাত বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন।