স্যামসাং নির্মাণ করবে শাহজালালের নতুন টার্মিনাল

315

সময়ের চিন্তাঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ নির্মাণের কাজ পেয়েছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপের স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং (সিএন্ডটি) করপোরেশন। নতুন টার্মিনালটির নির্মাণকাজে মোট ব্যয় ধরা হয়েছে আনুমানিক ২১ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে পাঁচ হাজার কোটি টাকা যোগান দেবে বাংলাদেশ সরকার এবং বাকি অর্থ প্রদান করবে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। আজ স্যামসাং’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

এই প্রকল্পের জন্য স্যামসাং সিএন্ডটি করপোরেশন ইতিমধ্যে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে। প্রকল্পটি ২০২৩ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই টার্মিনাল নির্মাণ হলে প্রতি বছর ২ কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন।