সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজে নতুন শিক্ষার্থীদের বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ অুনষ্ঠান অনুষ্ঠিত হয়।
২৬ই জানুয়ারি রোজ রবিবার দুপুরে বিদ্যালয় মাঠে এ অুনষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ¦ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ( মাধ্যমিক) সাইফুল ইসলাম প্রধান । বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক ডাঃ আতিক উল্লাহ, মুক্তিযোদ্ধা ফজলুল হক, পিরোজপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে মেম্বার আলহাজ্ব মোঃ সেলিম রেজা, মহিলা মেম্বার মমতাজ বেগম,৭০ নং ঝাউচর সরকারি প্রাখমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাজী আলমচাঁন , বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামন, তাইজুল ইসলাম, সাহাবুদ্দিন প্রধান, হাজী তোফায়েল আহমেদ, আরিফ হোসেন, নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মমনা প্রদান করা হয় ও ১২০ জন এস এস সি পরীক্ষার্থীদের মাঝে কলম, স্কেল, লিখার ক্লীপ বোর্ড বিতরন করা হয়।