জাতীয় শ্রমিক লীগ নেতা শুক্কুর মাহমুদ ইন্তেকাল

381

আশিকুজ্জামান, সময়ের চিন্তা ডট কমঃ  জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ও জাহাজি ফেডারেশনের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।

২৭ই জানুয়ারি সোমবার রাত ২টায় নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ কদমরসুল এলাকার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছৎ তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

২৮ই জানুয়ারি মঙ্গলবার বাদ জোহর শহরের ডিআইটি চত্বরে তার প্রথম জানাজা হয়েছে। এরপর বাদ আছর দ্বিতীয় জানাজা নামাজ ঢাকা বঙ্গবন্ধু এ‌ভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় কার্যাল‌য়ের সাম‌নে এবং বাদ এশা কদমরসুল দরগাহ শরীফে তৃতীয় জানাজা শেষে নবীগঞ্জ বাগ-ই-জান্নাত কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে।