রাজধানীতে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করছে বিএনপি-ওবায়দুল কাদের

249

সময়ের চিন্তাঃ নির্বাচন সামনে রেখে রাজধানীতে বহিরাগত সন্ত্রাসীদের জড়ো করছে বিএনপি। বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান তিনি।

মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়া হবে, তা সম্পূর্ণ দলীয় ব্যাপার।

তিনি জানান, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে যথাযথ সিদ্ধান্ত নেবে দল। একইসাথে দলীয় প্রার্থীদের কারণে কোথাও নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন হলে তা দেখারও আশ্বাস দেন ওবায়দুল কাদের।