সময়ের চিন্তাঃ চীন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আরও দুসপ্তাহ উহান থেকে বাংলাদেশিদের ফেরানো সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
মন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। সরকার সতর্ক আছে দাবি করে মন্ত্রী এখন বাংলাদেশিদের চীন সফর না করার অনুরোধ জানান। তবে এ বিষয়ে সরকার ভ্রমণ সতর্কতা জারি করছে না বলেও জানান পররাষ্ট্র মন্ত্রী।
মঙ্গলবার সকালে জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রি বলেন, বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক বিশেষ করে শ্রমিকদের, যারা সম্প্রতি নিজ দেশে গিয়েছিলেন, তাদের পর্যবেক্ষণ করছে সরকার।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক, মানবাধিকার কমিশন চেয়ারম্যান নাসিমা বেগম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছাড়াও দেশি বিদেশি কূটনীতিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।