গৌরীপুরে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

695

সময়ের চিন্তাঃ ময়মনসিংহের গৌরীপুরে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ময়মনসিংহের সুতিরপাড় এলাকার চালক রফিকুল ইসলাম (৪৫), গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন (৪০), রাবিয়া খাতুন (৬৫) ও লাল মিয়া (৫০)।

স্থানীয় লোকজন জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে কিশোরগঞ্জ যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি মহাসড়কের চরশ্রীরামপুর এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাবিয়া খাতুন নিহত হন। আহত হন চারজন।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন বলেন, এ দুর্ঘটনায় রাবেয়া খাতুন নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে মমেক হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম, সাহেরা খাতুন ও লাল মিয়া মারা যান। অন্যজনের চিকিৎসা চলছে।

তিনি বলেন, বাসের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।