স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাথে জাপানের নারোতো সিটির ফ্রেন্ডশিপ চুক্তিটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এ চুক্তিতে জাপানের সাথে নারায়ণগঞ্জের যে অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক যে যোগাযোগ হবে তা আমাদের নারায়ণগঞ্জের জন্য অত্যন্ত লাভজনক। একই সাথে জাপানও এখান থেকে লাভবান হবে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে জাপানের নারোতো সিটি’র মেয়র মিচিহিকো ইজোমি ও তার প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি এসব কথা বলেন। এর আগে সিটি কর্পোরেশন পরিদর্শন করে জাপানের নারোতো সিটি’র মেয়র মিচিহিকো ইজোমি ও তাঁর প্রতিনিধি দল।
মেয়র আইবী জানান, নারায়ণগঞ্জের উন্নয়নে নারোতো মেয়র নানাভাবে সহযোগিতা করবেন। এই দুই সিটির মধ্যে বন্ধন বজায় থাকবে। নারায়ণগঞ্জ সিটিকে নারোতো সিটির মত সাজাতে চাই।