আশিকুজ্জামান, সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থী মোহসীন-মাহবুব প্যানেল জয়ী হয়েছে।
২৯ই জানুয়ারি বুধবার রাত ৮টার দিকে প্রধান নির্বাচন কমিশন ভোটের ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন থেকে প্রকাশিত ভোটের ফলাফল ঘোষনায় দেখা গেছে, আওয়ামী লীগ পন্থী আইনজীবী প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাড. মোহসীন মিয়া পেয়েছে ৬২২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. হুমায়ূন পেয়েছে ৫ ভোট। এছাড়া আওয়ামী পন্থী আইনজীবী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবুর রহমান পেয়েছে ৫৯৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি একে আজাদ জাকির পেয়েছে ২৩ ভোট।
নির্বাচনের আগের দিন মঙ্গলবার ভোটগ্রহণের স্থান পরিবর্তন, নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জ্ঞাপনসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিএনপি পন্থী আইনজীবীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন। একই সাথে ঐদিন নির্বাচন কমিশন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার আখতার হোসেনের কুশপুত্তলিকা দাহসহ বিক্ষোভও করেছে বিএনপি পন্থী আইনজীবীরা।