নবীগঞ্জ ঘুদারা ঘাটে যাত্রী হয়রানি

424

সময়ের চিন্তা ডট কমঃ নবীগঞ্জ ঘুদারা ঘাটে ৫০ টাকায় নৌকা রিজার্ভ নিয়ে যেতে বাধ্য করছে যাত্রীদের।মাঝিরা যাত্রীদের সাথে খারাপ ব্যবহারও করছে। ৫ টাকা করে ৬/৭ জন যাত্রী নিয়ে যাওয়ার কথা থাকলেও মাঝিরা ৫০ টাকায় রিজার্ভে বাধ্য করে যাত্রীদের হয়রানি করছে।

৩১ই জানুয়ারি রোজ শুক্রবার সন্ধায় নবীগঞ্জ গুদারা ঘাট ঘটনা গঠেছে।বন্দর ইউনো শ্লুকা  সরকারকে তাৎক্ষনিক কল করে ব্যাপারটি জানানো হয়েছে। ইউনো ব্যবস্থা নিবে বলেছেন। জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সুলতান মাহমুদ JVPF Narayanganj  jvpf.narayanganj@gmail.com এই ইমেইল থেকে বন্দর ইউনোকে Uno bondor upjela <shuklamag30@gmail.com> এই ইমেইলে  Jan 31, 2020, 6:10 PM সময়ে নীচের লিংক পাঠায় “https://m.facebook.com/story.php?story_fbid=592236081340267&id=100016616410193

লোকমান ও রিদয় মাঝির বিরোদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অবুরোধ করা হল।”

সুত্রমতে, ট্রলারেও যাত্রী হয়রানি করছে বলে জানা যায়। ২ টাকা করে ১৫ জন যাত্রী নিয়ে ট্রলার ছাড়ার কথা থাকলেও ৪০/৫০ জন নিয়ে ট্রলার ডুবোডুবো করে যাত্রী নিচ্ছে। যেকোণ সময় হতে পারে দুর্ঘটনা। যাত্রীরা কথা বলে দুর্ব্যাবহার করছে ট্রলার চালকরা। যাত্রীরা জেলা প্রশাসক ও সাংসদ সেলিম ওসমানের হস্তক্ষেপ কামনা করে।