আশিকুজ্জামানঃ আড়াইহাজারে ১০০ পিস ইয়াবাসহ শাহাবউদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। (৩১ জানুয়ারি) শুক্রবার রাতে আড়াইহাজার উপজেলার গাজীপুরা এলাকায় রাস্তায় মাদক বিক্রিকালে পুলিশ তাকে আটক করে। আটক শাহাবউদ্দিন ওই এলাকার মৃত ইউসূফ ওরফে ইসার ছেলে।
আড়াইহাজার থানার এসআই সিরাজুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহাবউদ্দিনকে ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
আটক শাহাবুদ্দিনকে আজ (১লা ফেব্রয়ারি) শনিবার মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।