সময়ের চিন্তাঃ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত কেন্দ্রভিত্তিক যে ফলাফল পাওয়া গেছে তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী এগিয়ে আছেন। মোট ভোটের হার ও ব্যবধান বিচারে তারা বেশ খানিকটা এগিয়ে।
ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের চেয়ে এগিয়ে আছেন। উত্তরে মোট ভোটকেন্দ্র ১ হাজার ৩১৮টি। এর মধ্যে এখন পর্যন্ত ৩৪৭টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আতিকুল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ২৫ হাজার ১১৩ ভোট। আর তাবিথ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৩ হাজার ০৬৭ ভোট।
অন্যদিকে, ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক হোসেনের চেয়ে এগিয়ে আছেন। উত্তরে মোট ভোটকেন্দ্র ১ হাজার ১৫০টি। এর মধ্যে এখন পর্যন্ত ৯৭৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে তাপস নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ লাখ ৬৫ হাজার ০৩২ ভোট। আর বিএনপির ইশরাক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৭৭৫ ভোট।