আশিকুজ্জামানঃ র্যাব-১১ এর অভিযানে ডিএমপি, ঢাকার মাতুয়াইল ও মুন্সিগঞ্জে গজারিয়া হতে ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ০২ ফেব্রুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দে বিকাল ১৫.০০ ঘঢিকা থেকে ১৭.০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১১, সিপিএসসি’র মাদক বিরোধী পৃথক অভিযানে ডিএমপি ঢাকার মাতুয়াইল ও মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি এলাকা হতে ৯২৫ পিস ইয়াবা ও ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ চাঁন বাদশা(২৭) এবং ২। মোঃ মুরাদ (২৩)।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামীদরা মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বালুয়াকান্দি এলাকার স্থায়ী বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছে বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার কদমতলী ও মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।