আশিকুজ্জামানঃ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নাম ও কোন ব্যক্তিবর্গের নাম ব্যবহার করে কোনো ছাত্র নেতা অপরাধ মূলক কর্মকান্ড করলে তাকে কোন প্রকার ছাড় দেয়া হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাইল রাফেল ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু।
(৪ জানুয়ারি) মঙ্গলবার পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর ছাত্রলীগের নেতারা বলে, জাতির পিতার হাতে গড়া শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এদেশের ইতিহাস ঐতিহ্য সংগ্রাম সাফল্যে এই সংগঠনের আছে অনবদ্য ভূমিকা।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের সুনামকে নষ্ট করার জন্য বিভিন্ন মাধ্যমে অপ-প্রচার চালানো হয় আমরা নারায়ণগঞ্জ ছাত্রলীগ পরিবার এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
সকলের অবগতির জন্য জানাতে চাই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের নাম ও বিভিন্ন গুরুত্বপূর্ন ব্যাক্তিবর্গের নাম ব্যবহার করে যদি কোনো ছাত্র নেতা সংগঠন বিরোধী অপকর্মে জড়িত হয় তদন্ত সাপেক্ষে অপকর্ম কারীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ কোন অপকর্মের দায় নিবেনা।