সোনারগাঁয়ে পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন

346

সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৌর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে হাজী শাহজাহান মেম্বারকে আহবায়ক ও মোতালেব মিয়াকে সদস্য সচিব করে মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে শফিকুলইসলাম নয়ন, শাহিন আহমেদ, নজরুল ইসলাম বাচ্চু, ফারুক আহমেদ তপন, আলমগীর হোসেন, হাজী আবু সাইদ, ফরিদ হোসেন, অ্যাডভোকেট সাদ্দাম, মাসুম মোল্লা, আব্দুর রহিম, নাসিরউদ্দিন ও সামসুল ইসলামসহ ৪১ সদস্যকে।

উপজেলার পৌর বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেয়ায় বিএনপির চেয়ারপার্সন ও কারাবন্দী নেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে অভিনন্দন জানিয়েছে সোনারগাঁ পৌর বিএনপির নেতৃবৃন্দ।