ভুয়া প্রশ্নফাঁস চক্রের ৩০জনকে আটক করেছে র‍্যাব

360

আশিকুজ্জামানঃ ভুয়া প্রশ্নফাঁসকারী চক্রের অন্তত ৩০ জনকে আটক করেছে র‍্যাব। বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।

(৪ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুরে হেডকোয়ার্টারে ব্রিফিংয়ে এই তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম।

তিনি বলেন, যার কাছেই ভুয়া প্রশ্নপত্র পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে। জানান, সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ প্রশ্ন ফাঁসে উৎসাহিত করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।