র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কানা শহীদ নিহত

345

আশিকুজ্জামানঃ রাজধানীর তুরাগ বেড়িবাঁধ এলাকায় ডাকাত দল ও র‌্যাবের মধ্যে ‘গুলিবিনিময়ে’ কুখ্যাত ডাকাত শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নিহত হয়েছেন। আজ (৫ ফেব্রুয়ারী) বুধবার সকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, ডাকাতদের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময়ে কানা শহীদ নিহত হন। এ সময় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ২১টি কারতুজ ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে।