রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন

398

সময়ের চিন্তাঃ ইতালির রোমের ভিয়া দেল আন্তারতিদে এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ স্থানীয় সময় সকাল ১০টায় তিনি চ্যান্সেরী ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভবনটি ঘুরিয়ে দেখান। এ সময় সরকার প্রধান দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।