স্টাফ রিপোর্টারঃ মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে বিট পুলিশিং কার্যকরী ভুমিকা রাখবে। সামাজিক অপরাধ দমনে জনগনের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ। পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় নারায়নগঞ্জে পুলিশিং সেবা নিশ্চিত করা হবে।
(৭ ফেব্রুয়ারী) শুক্রবার বিকেলে ফতুল্লা পূর্ব শিয়াচর লালখা ফকির বাড়ি এলাকায়, উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহাদাৎ হোসেন এসব কথা বলেন।
সম্প্রতি জেলায় পুলিশ সুপার জায়েদুল আলম বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে ফতুল্লার কুতুবপুরে একটি সভার পর (৭ ফেব্রুয়ারী) শুক্রবার শিয়াচরে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক(আইসিপি)মো.আজগর হোসেন,এস আই মোফাজ্জল করিম খান, এএসআই তারেক আজিজ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলো ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, থানা কমিউনিটি পুলিশের কোষাধ্যক্ষ তৈয়ুবুর রহমান, সাবেক মেম্বার হাজি মোক্তার হোসেন,অ্যাডভোকেট আবদুল মান্নান প্রমুখ।
বক্তব্যে শাহাদাৎ হোসেন আরো বলে,পুলিশ জনগণের বন্ধু। প্রতিটি বিট এলাকার জনগণকে নিয়ে নিয়মিত সভা করা হবে। সভায় স্থানীয় লোকজনের পরামর্শ গ্রহণ করা হবে। বিট পুলিশের সদস্যরা সংশ্লিষ্ট এলাকার মামলার তদন্ত, আসামি গ্রেফতার, পরোয়ানা তামিল, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারসহ যাবতীয় কাজে মুখ্য ভূমিকা রাখবে। সে লক্ষ্যে আজ বিট পুলিশিংয়ের দ্বিতীয় উঠান বৈঠক করছি।