গণতন্ত্র রক্ষার সংগ্রামে সকলকে এগিয়ে আসার আহবান সিপিবির

320

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভোট,ভাত ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) (৭ ফেব্রুয়ারী) শুক্রবার উপজেলার বিভিন্ন গুত্বপূর্ণ পয়েন্টে পথ সভা করেছে।

উপজেলার উদ্ধবগঞ্জ বটতলা থেকে বিকেলে একটি মিছিল র‍্যালী নিয়ে পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, স্বৈরতন্ত্র নিপাত যাক শ্লোগান দিতে দিতে হাজী শহিদুল্লাহ প্লাজার সামনে প্রথম পথসভায় মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখে নারায়ণগঞ্জ জেলা সিপিবি’ সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়া হায়দার ডিপটি, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, উদীচী’র সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, জেলা সিপিবি’র সম্পাদক মন্ডলির সদস্য আব্দুস সালাম বাবুল, গার্মেন্ট টিওসি’র সভাপতি শাহীন ও শ্রমিক নেতা ইকবাল হোসেন প্রমুখ।