টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে আগুন,পুড়ে ছাই আড়াইশ’ ঘর

336

সময়ের চিন্তাঃ বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আড়াইশ’ ঘর ভস্মিভূত হয়েছে। এতে নারী-শিশুসহ বস্তির দেড় থেকে দুই হাজারের বেশি মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে।

রাত সাড়ে তিনটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে মাথা গোজার শেষ আশ্রয়স্থলটুকু হারিয়ে দুর্ভোগে বস্তির বাসিন্দারা। কিভাবে আগুনের সূত্রপাত-সে বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনো জানা যায়নি।