বাংলাদেশের জলসীমা থেকে ১২ ভারতীয় জেলে আটক

283

সময়ের চিন্তাঃ বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ ও মাছ শিকারের অভিযোগে ভারতের ১২ জেলেকে আটক করেছে মোংলা কোস্ট গার্ড। আজ (০৮ ফেব্রুয়ারী) শনিবার সকালে আটকের পর তাদের মোংলা থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।

কোস্ট গার্ড জানায়, নিয়মিত টহলের সময় দেখা যায়, ভারতীয় ফিশিং বোট সুদীপ বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করছে। এই অপরাধের কারণেই ভারতীয় ১২ জেলেকে আটক করা হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানায়, আইনি প্রক্রিয়া শেষ করে আটকদের বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে।