স্টাফ রিপোর্টারঃ খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আরো একটি নতুন অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে রোগীদের জন্য অ্যাম্বুলেন্সের সংখ্যা দাড়ালো চার।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের চাহিদা পত্রের বিপরীতে গত ১৫ জানুয়ারী স্বাস্থ্য অধিদপ্তর থেকে উক্ত অ্যাম্বুলেন্সটিসহ নারায়ণগঞ্জ-৫ এলাকায় মোট ৩টি অ্যাম্বুলেন্স সরকারীভাবে বরাদ্দ প্রদান করেন।
(৯ ফেব্রুয়ারী) রবিবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গনে এমপি সেলিম ওসমানের পক্ষে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল অ্যাম্বুলেন্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তাঁর দুজনেই জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন।
উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলো খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্তাবধায়ক ডাক্তার আবু জাহের, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি ডাক্তার শামসুজ্জোহা সঞ্চয় সহ অন্যান্যরা।