কদমতলী থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী আটক

276

সময়ের চিন্তাঃ রাজধানীর কদমতলীর জনতাবাগের  একটি  বাসার  চতুর্থ  তলা থেকে  সিনথিয়া  আক্তার (৩০) নামে এক  নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে (০৮ ফেব্রুয়ারী) শনিবার দিবাগত রাত  সাড়ে ৯টার দিকে। আজ ওই নারীর লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সিনথিয়ার  খালাতো  ভাই আব্দুর রহমান জানায়, রাত ১০ টার দিকে সিনথিয়ার স্বামী তুহিন ফোনে জানায় সিনথিয়া মারা গেছেন। খবর পেয়ে ওই বাসায় গিয়ে সিনথিয়ার লাশ দেখতে পান। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তুহিন ও সিনিথয়ার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আব্দুর রহমান বলেন, ধারণা করছি সিনথিয়ার স্বামীই তাকে হত্যা করেছে।

তিনি জানায়, ১১ বছর আগে তুহিনের সঙ্গে বিয়ে হয় সিনথিয়ার। এই দম্পতির কোনো সন্তান নেই। তুহিন গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে মোবাইল এক্সেসরিজের ব্যবসা করেন।

কদমতলী থানার উপ পরিদর্শক (এসআই) সহিদ উল্লাহ মামুন জানায়, সিনথিয়ার মুখে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তুহিনকে বাসা থেকে আটক করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আরজিপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেন খানের মেয়ে সিনথিয়া। তিন বোনের মধ্যে সিনথিয়া ছিলেন দ্বিতীয়। স্বামী তুহিন ভূঁইয়ার সঙ্গে কদমতলীর জনতাবাগের ১৭০৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন।