বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন ব্যবসাকেন্দ্র-প্রধান বিচারপতি

343

সময়ের চিন্তাঃ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন আর বিশ্ববিদ্যালয় নেই, সব ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আইন বিভাগে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা না মানায় তিনটি বিশ্ববিদ্যালয়কে পৃথকভাবে ১০ লাখ টাকা করে জরিমানা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময় প্রধান বিচারপতি এ কথা বলেন।

(৯ ফেব্রুয়ারি) রবিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ এ রায় দেন।

জানা গেছে, ইস্টার্ন, সাউথ ইস্ট ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোটার অতিরিক্ত ভর্তি করা শিক্ষার্থীরা আইনজীবী সনদ গ্রহণের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে এজন্য তাদের পৃথকভাবে ১০ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। বারডেম, কিডনি হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনে এ টাকা জমা দিতে হবে।