আশিকুজ্জামান, সময়ের চিন্তা ডট কমঃ জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠানের দাওয়াত পত্র প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানকে প্রদান করা হয়।
১০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি সুলতান মাহমুদদের নেতৃত্বে প্রধান অতিথি মোহাম্মদ আনিসুর রহমানকে দাওয়াত পত্র প্রদান করা হয়। সর্বপ্রথম প্রধান অতিথিকে দাওয়াত পত্র দিয়ে শুরু করা হল অনুষ্ঠানের কর্মসুচী। আগামী ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে “ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা।”
দাওয়াত পত্র প্রদানের সময় সাথে ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নুর আলম আকন্দ, সেক্রেটারি ইকবাল হোসাইন শেখ, প্রাক্তন সেক্রেটারি আক্তার হোসেন।
ভেজাল ও দুর্নীতি মুক্ত দেশ আমাদের স্বপ্ন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন দেশব্যাপী কাজ করে যাচ্ছে এবং যাবে। ভেজাল, মাদক ও দুর্নীতি প্রতিরোধে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটিকে সকল সরকারী কর্মকর্তাগন সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে কামনা করেন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সুলতান মাহমুদ। সকলের সহযোগিতা গন-সচেতনতা সৃষ্টিতে এক গৌরবোজ্জ্বল ভুমিকা পালন করবে এবং আলোকিত নারায়ণগঞ্জ গড়ে উঠবে বলে মনে করেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।