সময়ের চিন্তা ডট কমঃ প্রশাসনের কাছে ঘোড়ার লেজ এর মতো চুল রাখা ইভটিজারদের শায়েস্তার দাবি করেছেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। তিনি বলেন, আমার অফিসের সামনে বালিকা বিদ্যালয় রয়েছে। যেখানে ৩/৪ জনের কয়েকটি গ্রুপ ঘোড়ার লেজের মতো চুল রেখে মেয়েদের ইভটিজিং করে। তাদের সিভিলে এসে শায়েস্তা করতে হবে প্রশাসনের।
কাউন্সিলর আব্দুল করিম বাবুর বক্তব্যের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বক্তব্যে বলেছেন, ঘোড়ার লেজের মত চুল রাখা যাবে না। যারা রেখেছে, কেটে ফেলতে হবে। তা না হলে আমরা অভিযোগ পেলে ব্যবস্থা নিব। এধরণের চুল রেখে মেয়েদের টিজ করা অপরাধ। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও অন্যান্য অপরাধ বিরোধী বিট পুলিশিং ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস, ইভটিজিং করলে আপনারা সাধারন জনগন তাকে আটক করে পুলিশে খবর দিবেন। তাহলে অপরাধ দমনে করা সহজ হবে। আইনকে সহযোগীতা করা সকলের দায়িত্ব। আপনারা আমাদের ইনফরমেশন দিবেন আমরা ব্যবস্থা নিবো। খেন ডিজিটাল যোগে আপনাদের কাছে আমার নাম্বার না থাকলে ৯৯৯ এ কল করুন। এখনকার মানুষ মনে করে আমি তথ্য দিয়ে নিজেই যদি ফেসে যাই। ভয়ের কারণ নেই। আমি আপনাদের পাশে আছি। তথ্য দিবেন ব্যবস্থা নিবো।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদর মডেল থানার ওসি (অপারেশন) আব্দুল হাই, ওসি (তদন্ত) জয়নাল আবেদীন, প্রত্যাশা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সারোয়ার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর, বীর মুক্তিযোদ্ধা বাদল হাজী, মুক্তিযোদ্ধা ইকবাল, এসবি স্যাটালাইট ক্যাবলের ব্যবস্থাপনা সম্পাদক এম আরকে রিয়েন, রিয়াদ হাসান প্রমুখ।