দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ

283

স্টাফ রিপোর্টারঃ সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ শরিফ (৩৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, একটি চাপাটি, অত্যাধুনিক সুইস গিয়ার ও একটি চাকু।

(১০ ফেব্রুয়ারী) সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত শরিফ সিদ্ধিরগঞ্জের আটি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

ওসি কামরুল ফারুক জানান, গ্রেফতারকৃত শরিফ স্থানীয় সন্ত্রাসী চক্রের সদস্য। সে দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত।

(০৯ ফেব্রুয়ারী) রবিবার দিবাগত রাতে আটি এলাকার মনোয়ারা জুট মিল সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ সজ্জিত হয়ে সন্ত্রাসী কর্মকান্ডের জন্য অবস্থান করছিল শরিফ।

এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ওই দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করা হয়েছে।