২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ ব্যবসায়ীর ২ দিনের রিমান্ড

442

স্টাফ রিপোর্টারঃ রূপগঞ্জে র‌্যার-১’র অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ গাঁজা ব্যবসায়ীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ।

(১০ ফেব্রুয়ারি) সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলমের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ২ দিনের মঞ্জুর করেন ।

রিমান্ডকৃতরা হলেন, নরসিংদী জেলার মনোহরদী থানার মনোহরদী সালা বাড়ি এলাকার মিলন মিয়ার ছেলে আলম মিয়া ও রায়পুর থানার উত্তর বাখন নগর এলাকার আলাউদ্দিনের ছেলে সোহরাব।

এর আগে গত (৮ ফেব্রুয়ারি) শনিবার রাতে র‌্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা পূর্বাচল উপ-শহরের ছমু মার্কেট এলাকা ডিউটি করাকালে সংবাদ পায় সিলেট থেকে ট্রাকে যোগে গাজীপুর কালীগঞ্জের উদ্দেশ্যে আসছে। এসময় ট্রাকটি পূর্বাচল উপ-শহরের ছমু মার্কেট এলাকায় আসলে ট্রাকটিকে জব্দ করা হয়।

এসময় আলম মিয়া ও সোহরাব নামে দুইজনকে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের রূগপঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।