আশিকুজ্জামানঃ আজ (১০ ফেব্রুয়ারী) সোমবার সকাল ৭টায় নবীগঞ্জ নোয়াদ্দায় এক যুবকের লাশ তার গৃহে পায়া যায়। যুবকের নাম আমির হোসেন। পিতা মৃত মোঃ সোনা মিয়া।
যুবকের বড় বোন হাসনা বেগম বলে সে নেশাগ্রস্থ অবাস্থায় ছিলো। সে গলায় ধূতি পেচিয়ে আত্মহত্যা করে বলে জানায় তার বোন হাসনা বেগম। তার আত্মীয়স্বজন তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়।
কিন্তু এলাকাবাসী জানায়, তার বোন (হাসনা বেগম) ও তার মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। এমনকি ওই রাতেও ২.৪৫ এর সময় তাদের মধ্যে ঝগড়াও হয়। এর কিছু দিন আগেও নাকি তাদের মধ্যে ঝগড়া হয়। তার বোন নাকি তার উপর অনেক অত্যাচার করত বলে জানায় এলাকাবাসী। তার ৫টি গরু আছে, আর সে ওই গরুর দুধ বিক্রি করত। তার বোন কিছুদিন আগে বিষ খাইয়ে ২টি গরু মেরে ফেলেছে বলেও জানা যায়।
বন্দর থানার এস আই মোঃ আলী বলে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটা আত্মহত্যা নাকি হত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে কোনো কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বন্দর থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর যদি এটা আত্মহত্যা হয় নি বলে প্রমান পাওয়া যায়, তাহলে এই বিষয়ে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।