দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার শরিফ এর ১ দিনের রিমান্ড

303

স্টাফ রিপোর্টারঃ সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার শরিফ (৩৮) এর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।(১২ ফেব্রুয়ারি) বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। মো. শরীফ সিদ্ধিরগঞ্জ থানার আটি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

এর আগে (৯ ফেব্রুয়ারি) রবিবার দিবাগত রাতে আটি এলাকার মনোয়ারা জুট মিল সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পাড়ে দেশীয় অস্ত্রসস্ত্রসহ সজ্জিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অবস্থান করছিল শরিফ। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে। এসময়ে তার কাছ থেকে একটি চাপাটি, অত্যাধুনিক সুইস গিয়ার ও একটি চাকু উদ্ধার করা হয়। পরে সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়।