স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সবুজবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাশেদ হাসানের নেতৃত্বে ২টি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ তারিফ হোসেন নামে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মুগদা থানা পুলিশ।
গত (১০ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে খিলগাঁও থানাধীন দক্ষিণ ৪০২/১ গোড়ানের একটি বাসার ৩য় তলায় অস্ত্র বেচাকেনা হচ্ছে, এমন তথ্য পায় পুলিশ। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে সবুজবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাশেদ হাসান, মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান, এসআই এসএম মানসুরুল করিম, এসআই আলতাবুর রহমান, এএসআই মো. সালাউদ্দীন আহমেদকে সঙ্গে নিয়ে দক্ষিণ গোড়ানের ওই বাসায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।
এসময় তার কাছে থাকা ১টি বিদেশি পিস্তল তিন রাউন্ডগুলি লোডিং অবস্থায় পাওয়া যায় এবং তার দেয়া তথ্য অনুযায়ী তার কক্ষের সোফার নিচে তল্লাশি চালিয়ে আরও একটি রিভলবার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে খিলগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
আসামি তারিফ হোসেন দেয়ার তথ্যে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে তিনি অস্ত্র ব্যবসা করে আসছিলেন।
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর সবুজবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাশেদ হাসানের নেতৃত্বে ২টি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ তারিফ হোসেন নামে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মুগদা থানা পুলিশ।
গত (১০ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে খিলগাঁও থানাধীন দক্ষিণ ৪০২/১ গোড়ানের একটি বাসার ৩য় তলায় অস্ত্র বেচাকেনা হচ্ছে, এমন তথ্য পায় পুলিশ। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে সবুজবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাশেদ হাসান, মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান, এসআই এসএম মানসুরুল করিম, এসআই আলতাবুর রহমান, এএসআই মো. সালাউদ্দীন আহমেদকে সঙ্গে নিয়ে দক্ষিণ গোড়ানের ওই বাসায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।
এসময় তার কাছে থাকা ১টি বিদেশি পিস্তল তিন রাউন্ডগুলি লোডিং অবস্থায় পাওয়া যায় এবং তার দেয়া তথ্য অনুযায়ী তার কক্ষের সোফার নিচে তল্লাশি চালিয়ে আরও একটি রিভলবার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে খিলগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
আসামি তারিফ হোসেন দেয়ার তথ্যে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে তিনি অস্ত্র ব্যবসা করে আসছিলেন।