আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়-প্রধানমন্ত্রী

411

সময়ের চিন্তাঃ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়- সেটি আজ প্রমাণিত সত্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের কথা ভেবেই উন্নয়নকাজ অব্যাহত রেখেছে সরকার।

আজ (১২ ফেব্রুয়ারী) বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, নতুন প্রজন্ম যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে তাদের সেভাবেই শিক্ষিত করতে চান তিনি। এ লক্ষ্যে প্রযুক্তি শিক্ষায় জোর দিয়েছে সরকার।

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, রাজশাহীতে নির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেটর এন্ড ট্রেইনিং সেন্টার এর উদ্বোধন করেন। এছাড়া শতভাগ বিদ্যুতায়িত ৭টি জেলা ও ২৩টি উপজেলায় বিদ্যুতায়নের উদ্বোধন করেন তিনি।