নারায়নগঞ্জের সিংহ পুরুষ শামীম ওসমানকে সময়ের চিন্তা অনলাইন টিভির পক্ষ থেকে জম্মদিনের শুভেচ্ছা

427

সময়ের চিন্তা ডট কমঃ  নারায়নগঞ্জের সিংহ পুরুষ, আধু‌নিক নারায়ণগ‌ঞ্জের সপ্নদ্রষ্টা‌,   নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জননন্দিত এবং প্রানপ্রিয় নেতা আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান ৫৮ বছরে পর্দাপনে সময়ের চিন্তা অনলাইন টিভির পক্ষ থেকে জানাই জম্মদিনের লাল গোলাপ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ১৯৬২ইং সালের ২৮ ফেব্রুয়ারীতে তিনি জন্ম গ্রহন করেছিলেন।