সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদদের সাথে কোন আপোষ করব না -ওসি আসলাম

377

সময়ের চিন্তা ডট কমঃ  নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, “সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদদের সাথে কোন আপোষ করব না।”  তিনি আরও বলেন, সমাজে কেউ যদি অপরাধ করে থাকে সে যতই বড় প্রভাশালী হউক না কেন তাকে ছাড় দেয়া হবে না। অপরাধের সাথে আমাদের কোন পুলিশ সদস্য যদি জড়িত থাকলে তাকেও ছাড় দেয়া হবে না। আর মাদক কিংবা অপরাধের সাথে সম্পৃক্ত থাকে সেই পুলিশ আমার থানায় রাখব না।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে কাশিপুর পশ্চিম দেওভোগের আদর্শ নগরে স্থানীয় সামাজিক সংগঠনের উদ্দেগে সন্ত্রাস, ইভটিজিং, মাদক প্রতিরোধ ও সামাজিক অবক্ষয় প্রতিহতের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আসলাম হোসেন বলেন, এসপি স্যারের নির্দেশ মোতাবেক নারায়ণগঞ্জের অপরাধ দমনে পুলিশকে সাধারণ মানুষের সমস্যা জানতে এবং অপরাধ দমনে মানুষকে সচেতন করতে আমরা সবার দুয়ারে দুয়ারে গিয়ে বৈঠক করছি। শুধুই একটাই কারণ সাধারণ মানুষকে সোচ্চার করা। যেখানে অপরাধ সেখানেই প্রতিরোধ। অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে আপনারা পুলিশকে সহযোগিতা করেন।

কাশিপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য শামীম আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো.শাহাদাত হোসেন, ইন্সপেক্টর (আইসিপি) আজগর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, কাশিপুর ইউপি সদস্য (সংরক্ষিত) মরিয়ম আক্তার, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, স্থানীয় পুলিশের বিট কমিটির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সহসভাপতি জয়নাল আবেদীন, শুক্কুর আলী, শাহিন আহম্মেদ, সেলিম শেখ, সহ-সম্পাদক কামরুল হাসান শাকিল, তাজুল ইসলাম, বাইতুল জামাল জামে মসজিদের মোতোওয়াল্লী আবুল বাশার, বিট পুলিশিং কমিটির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ সাংগঠিক সম্পাদক মোস্তফিজুর রহমান, ফারুক আহম্মদ শেখ, শিবলু মিয়া, দপ্তর সম্পাদক মেহেদী হাসান দিপু, প্রচার সম্পাদক শেখ শাকিল, কোষাধ্যক্ষ বাবুল মিয়া, সহ কোষাধ্যক্ষ লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।