একজন মাদকসেবী বা বিক্রেতা শুধু পরিবার নয় সমাজের জন্য হুমকি-ওসি রফিকুল

419

সময়ের চিন্তা ডট কমঃ  বন্দর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেছেন, “একজন মাদকসেবী বা বিক্রেতা শুধু পরিবার নয় সমাজের জন্য হুমকি।” তিনি আরও বলেন, সুন্দরের মাঝে অসুন্দর মানুষগুলো না থাকতে পারে এজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। যেখানে ডিমান্ড থাকে সেখানে যে কোন মাল বেশি বিক্রি হবে। যারা মাদক বিক্রি করে তারা আমাদের মাঝেই আছে। মাদক বিক্রেতাদের বা সেবনকারীদের সাথে আমরা কোন সম্পর্ক রাখবোনা, এমনকি কোন আত্মীয়তা করবো না বরং তাদের পারিবারিক ও সামাজিকভাবে বয়কট করবো। তবেই মাদক বিক্রি বন্ধ হবে। এক মাসের মধ্যে আমিন আবাসিক এলাকাকে মাদকমুক্ত নগরী হিসেবে ঘোষণা করবো। আমি পুলিশ হিসেবে নয় বন্ধু হয়ে থাকতে চাই।

২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে আমিন আবাসিক এলাকার মসজিদ ও পঞ্চায়েত কমিটি আয়োজিত চুরি, ডাকাতি, ছিনতাই ও বহিরাগত অনুপ্রবেশ মোকাবেলাসহ মাদকমুক্ত এলাকা গড়তে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মো. রফিকুল ইসলাম বলেন, বন্দরে কোন মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ চলবেনা। ৭ দিনের মধ্যে ভাড়াটিয়াদের তালিকা বন্দর থানায় জমা দিতে সকলের প্রতি আহবান জানান। আমিন আবাসিক এলাকা মডেল হিসেবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। থানায় জিডি, অভিযোগ ও মামলা করতে কোন টাকা নেওয়া হয়না। কেউ নিলে জানাবেন ঐ পুলিশ বন্দরে থাকবেনা।

আমিন আবাসিক এলাকার মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বন্দর ফাঁড়ির অফিসার ইনচার্জ রফিকুল হক, সমাজ সেবক মোঃ লুৎফর রহমান,সহসভাপতি এসটি আলমগীর সরকার, আমিন আবাসিক মসজিদ কমিটির সহসভাপতি ইব্রাহীম সরকার, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক জাতীয় পার্টি নেতা গিয়াসউদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা খান মাসুদ প্রমুখ।

আমিন আবাসিক মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, যুবলীগনেতা মো. মাসুম, শেখ মমিন, সানি, রাজু প্রমুখ।