বন্দর প্রতিনিধিঃ বন্দরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এম এ রশিদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণের নির্দেশে ও কলাগাছিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজি শারজাহানের নিজস্ব অর্থায়নে (কোভিড-১৯) প্রভাবে ঘরে থাকা খেটে খাওয়া ২শ দুঃস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার সকালে থানার বুরুন্দি এলাকায় শারজাহানের নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের এসব প্রদান করা হয়। ত্রাণ সামগ্রীতে ২শ পরিবারের প্রত্যেককে দেয়া হয় ৫কেজি করে চাউল,১ কেজি ডাল,১কেজি লবন, ১কেজি পেয়াজ ও ৫০০মিলি সয়াবিন তেল। শারজাহান জানান,দেশের এই ক্রান্তিলগ্নে সমাজের বিত্তবান শ্রেণীর সাহায্য ছাড়া আমরা এ দুর্যোগ কাটিয়ে উঠতে পারব না। এসময় একে অপরের শত্রুতা না করে আসুন দল মত নির্বিশেষে এক হয়ে কাজ করি।অসহায়দের পাশে দাড়াই। বঙ্গবন্ধুর সোনার বাংলাটাকে আবারো সোনায় সোহাগা করে তুলি।
উল্লেখ্য, ত্রাণ বিতরণকালে শারজাহান সকলকে ২০সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়ান। এবং সকলকে সামাজিক দুরত্ব মানার পরামর্শ দেন। পাশাপাশি তিনি করোনায় ভয় না পেয়ে ধৈর্য্য ধরার আহ্বান জানান এবং সকলকে ঘরে থাকতে উৎসাহিত করেন।