বন্দরে মূল্য তালিকা সংরক্ষণ না করায় জরিমানা

379

বন্দর প্রতিনিধিঃ বন্দরে মূল্য তালিকা সংরক্ষণ না করায় ৮দোকান মালিককে ১০হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমাবার দুপুরে রমজান ও করোনা ভাইরাস ট্রাজেডিতে  দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের লক্ষ্যে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের নেতৃত্বে থানার ইস্পাহানি বাজার ও মদনপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রথমেই ধামগড় ইউনিয়নস্থ ইস্পাহানি বাজার এলাকায় সিয়াম স্টোর ও মহিবুল্লাহ স্টোরের  দোকান মালিককে পন্যের মূল্য তালিকা সংরক্ষণ না করার দায়ে ২হাজার করে সর্বোমোট ৪হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়। পরে মদনপুর বাজার এলাকায় একটি কাঁচাবাজারে একই অপরাধে আরো ৬দোকানদারকে ১হাজার করে মোট ৬হাজার টাকার জরিমানা করা হয়। এসময় ইউএনও সকল দোকানদারকে পণ্যের সঠিক মূল্য তালিকা সংযোজনসহ অতিরিক্ত মুনাফা অর্জন থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।