শাহরিয়ার প্রধাণ ইমনঃ বন্দর থানাধীন শান্তিনগর আশ্রায়ন প্রকল্পের আওতায় বসবাসরত ৪৩টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। সোমবার সকালে মেজর জেনারেল ফরহাদের নেতৃত্বে থানার ঐ আশ্রায়ন প্রকল্পের সকলের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহয়তা পৌঁছে দেয়া হয়। ত্রান সামগ্রীর মধ্যে ৫কেজি চাউল, ৪কেজি আটা, ১কেজি ডাল,০.৫ কেজি সুজি, আধা কেজি তেল, আধা কেজি লবন ও এক প্যাকেট বিস্কুট প্রদান করা হয়। ত্রাণ বিতরণ সেনাবাহিনীর সঙ্গে উপস্থিত ছিলে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। মেজর ফরহাদ জানান,বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলা আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিদিনের কার্যক্রমের বাইরেও আজকে একটু ভিন্ন কাজে অংশ নিয়েছি। এর প্রেক্ষিতে আজকে আমরা উল্লেখিত স্থানে ৪৩জন পরিবারকে খাদ্য সহয়তা পৌঁছে দিয়েছি। মুলত আমরা এসব ত্রান বিদ্যানন্দ’র কাছ থেকে পেয়েছি। আপনারা জানেন আজ থেকে গার্মেন্টস খুলে দেয়া হচ্ছে। গার্মেন্টস গুলো ঠিক মত স্যানিটাইজিং ব্যাবস্থা নিচ্ছে কিনা এবং সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে কিনা এনিয়েও আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে।