বন্দরে ৭০ প্রতিবন্ধী শিশুদের হাতে খাবার তুলে দিলেন কাজিমউদ্দিন প্রধাণ 

335

বন্দর প্রতিনিধিঃ বন্দরে নভেল করোনা ভাইরাস দুর্যোগ প্রশমনের লক্ষ্যে ৭০ জন প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধাণ। সোমবার সকালে বন্দর থানাধীন দক্ষিণ কলাবাগস্থ ডা. এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমির হলরুম ঐ প্রতিষ্ঠানে অধ্যায়নরত ৭০জন প্রতিবন্ধীদের ৫কেজি করে চাউল উপহার দেয়া হয়। উল্লেখিত খাদ্য বিতরণী কার্যক্রমে কাজিম উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন, ডা. এ এফ হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমির প্রতিষ্ঠাতা একেএম ওবায়দুল হক (ভিপি আরিফ),কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বিএ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সোয়েব মোঃলিটন, মাইনুদ্দিন মানু প্রমূখ।