এস এম রুবেল আকন্দ: সারা দেশের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এএসপি।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ত্রিশাল ও ফুলবাড়ীয়া সার্কেলের এএসপি স্বাগতা ভট্টাচার্য্য মৌ। এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২০ সালে অংশগ্রহণ করে কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। উক্ত পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি সেই সব শিক্ষার্থীদের আরো মনযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি।
এছাড়া শুভেচ্ছা বার্তায় ময়মনসিংহ, ত্রিশাল ও ফুলবাড়িযয়া উপজেলার যে সকল শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে তাদের আগামীতেও এই সফলতার ধারা অব্যাহত রাখতে আহবান জানান তিনি।