সময়ের চিন্তা ডট কমঃ নারায়ণগঞ্জ শহরে করোনা ছরাচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহাসগর যুবলীগ নেতা। তার ফেসবুকের মন্তব্য সরাসরি নীচে দেওয়া হলঃ
করোনা ছড়াচ্ছে “নারায়নগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ” হ্যান্ড স্যানিটাইজার ছাড়াই এক গ্লাবস ব্যাবহার করে রক্ত নিচ্ছে শত শত সাধারন মানুষের থেকে ,এটা কি ঠিক ? যেখানে যাচ্ছে টেস্ট করে রোগ মুক্ত হতে অথচ তাড়াই ছড়াচ্ছে রোগ,”স্বাস্থ্য মন্রনালয় ,স্বাস্থ্য অধিদপ্তরের এবং স্থানীয় জেলা সিভিল সার্জন” এর সুদৃস্টি কামনা করছি এবং সাধারন মানুষের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ জানাচ্ছি।