সাংবাদিক নিয়োগের নামে প্রতারণার দায়ে ০২ ভূয়া সাংবাদিক গ্রেফতার।।  আইডি কার্ড, নিয়োগপত্র ও প্রচারপত্র জব্দ

772

সময়ের চিন্তা ডট কমঃর‌্যাব-১১ এর অভিযানে ভূয়া চ্যানেলের সাংবাদিক নিয়োগের নামে প্রতারণার দায়ে ০২ ভূয়া সাংবাদিক গ্রেফতার। বিপুল পরিমাণ ভূয়া আইডি কার্ড, নিয়োগ পত্র ও প্রচার পত্র জব্দ করে । র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় প্রতারণা, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল অদ্য ১১ জুন ২০২০ খ্রিষ্টাব্দে বিকালে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভূয়া সাংবাদিক নিয়োগের নামে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের প্রেক্ষিতে ০২ ভূয়া সাংবাদিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ নজরুল ইসলাম @মামুন (৩৪) ও ২। আলমগীর হোসেন (২৪)। এ সময় তাদের দখল হতে ১২ টি ভূয়া সাংবাদিক পরিচয়পত্র, ১০ টি নিয়োগপত্র, অসংখ্য প্রচারপত্র ও ২৫টি ভিজিটিং কার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় মোঃ নজরুল ইসলাম @মামুন এর বাড়ী নরসিংদী জেলার মনোহরদী থানাধীন চন্দনপুর ও আলমগীর হোসেন এর বাড়ি খালিয়াবাইদ এলাকায়। গ্রেফতারকৃত আসামী মোঃ নজরুল ইসলাম @মামুন ভূয়া এসডি টিভির ময়মনসিংহ বিভাগের ব্যুরো প্রধান হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছে। প্রকৃতপক্ষে এসডি টিভির কোন সরকারী নিবন্ধন, অনুমোদন বা নিজস্ব কোন ওয়েবসাইটও নেই। শুধুমাত্র প্রতারণার উদ্দেশ্যে একটি ফেসবুক আইডি আছে। এরই মধ্যে এসডি টিভি নামক ফেসবুক আইডি থেকে গত ০১ মাস যাবৎ দেশের বিভিন্ন এলাকায় প্রতিনিধি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আসছে। যারাই ভূয়া এই চ্যানেলটিতে সাংবাদিক হবার আগ্রহ দেখিয়েছে নানান প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে লোকভেদে ০৫ থেকে ২০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে। একই পন্থায় নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় এসডি টিভির সাংবাদিক বানানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে, ভূয়া আইডি কার্ড সরবরাহের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।  এছাড়াও গ্রেফতারকৃত ২য় আসামী আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে তার অন্যতম সহযোগী হিসেবে প্রতারণার কাজে লিপ্ত আছে। উলে­খ্য যে, গ্রেফতারকৃত আসামী মোঃ নজরুল ইসলাম @মামুন এর বিরুদ্ধে নরসিংদী জেলার মনোহরদী থানায় চাঁদাবাজি সংক্রান্ত একটি নিয়মিত মামলা রুজু আছে। উক্ত অভিযোগের সত্যতা পেয়ে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল ১১ জুন ২০২০ খ্রিষ্টাব্দে বিকালে নরসিংদী জেলার মনোহরদী থানাধীন হাতিরদিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত ভূয়া সাংবাদিক ১। মোঃ নজরুল ইসলাম @মামুন ও ২। আলমগীর হোসেন’কে হাতে নাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় বর্ণিত অভিযোগের সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী জেলার মনোহরদী থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।